৪৪তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৮ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পিএম

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফাইল ছবি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে ৮ মে ২০২৪ থেকে।

এবারে বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। এতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী। এরপর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ২৭ মে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ প্রার্থী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh