নড়াইলে বিলের ধানক্ষেতে নামলো বিমান

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পিএম

বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণে ব্যবহৃত হয় বিমানটি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণে ব্যবহৃত হয় বিমানটি। ছবি: সংগৃহীত

নড়াইলে বিলের মধ্যে ধানক্ষেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণে ব্যবহৃত একটি বিমান অবতরণ করেছে। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh