পাহাড়ে বর্ষবরণ উৎসব শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম

চার দিনব্যাপী মেলার উদ্বোধন। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

চার দিনব্যাপী মেলার উদ্বোধন। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

বর্ণাঢ্য র‌্যালি, চার দিনব্যাপী মেলার উদ্বোধন আর নানান আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বর্ষবরণের আনুষ্ঠানিকতার সূচনা হয়েছে।

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি নৃ-গোষ্ঠীদের সর্ববৃহৎ সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি প্রধান অতিথি হিসেবে বর্ষবরণের এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।


বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধনের পর অনুষ্ঠানস্থলে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের একটি যৌথ নৃত্য পরিবেশিত হয়। এর আগে, বিকেল চারটায় রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে চত্বরে এসে মিলিত হয়। চার দিনব্যাপী এই মেলায় প্রায় শতাধিক পোশাক, খাবারসহ বিভিন্ন ধরণের স্টল বসেছে। চারদিনের এই মেলা শেষ আগামী ৬ এপ্রিল সন্ধ্যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh