গাইবান্ধায় ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম

জীবিত অবস্থায় উদ্ধারকৃত নবজাতক। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

জীবিত অবস্থায় উদ্ধারকৃত নবজাতক। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্রিজের নিচ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রিজের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা জানান, শিশুটিকে ওই ব্রিজের নিচে কান্না করতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সেবাযত্নের জন্য অভিরামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাহারুল কবিরাজের কাছে দেওয়া হয়েছে। 

সাহারুল ইসলাম জানান, বাচ্চাটি সুস্থ রয়েছে। আমার কোন সন্তান সন্ততি নেই যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিকে দত্তক নিতে চাই।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহিদ জিতি জানান, শিশুটি হাসপাতালের আউট ডোরে চিকিৎসা শেষে যারা নিয়ে এসেছিলেন তারা নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ নবজাকতটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য দেয়া হয়েছে। শিশুটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh