খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পিএম

ফায়ার সার্ভিসের গাড়ি। ফাইল ছবি

ফায়ার সার্ভিসের গাড়ি। ফাইল ছবি

খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে ব্যক্তি মালিকানাধীন সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফারুক হোসেন আরও জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ সালাম জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh