পুনরুদ্ধার হলো বিপিডিবির ফেসবুক পেইজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) লোগো। ছবি: সংগৃহীত

পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ। আজ বুধবার (৩ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিডিবি কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ বুধবার পুনরুদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল পেইজটি হ্যাক হয় এবং হ্যাকাররা পেইজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট পোস্ট করতে থাকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষের মাধ্যমে পেইজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পেইজটি পূর্বের মতোই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

বিপিডিবি বার্তায় জানায়, বিউবোর ফেইসবুক পেইজের ফলোয়ারদের সাময়িক অসুবিধার জন্য বিপিডিবি আন্তরিকভাবে দুঃখিত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh