বিপিডিবির ফেসবুক পেজ হ্যাক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) বিপিডিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি আজ (সোমবার) হ্যাক হয়েছে। হ্যাকার বর্তমানে পেজটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রদর্শিত করে রেখেছে। কর্তৃপক্ষ এরইমধ্যে পেজটি পুনরুদ্ধার করার জন্য বিটিআরসিকে চিঠি দেওয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

খুব শিগগিরই ফেসবুক পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh