গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম

নিহত কলেজছাত্র জোবায়ের রহমান জামিল। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

নিহত কলেজছাত্র জোবায়ের রহমান জামিল। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে সন্তানসহ রেললাইনে আত্মহত্যা করতে যাওয়া অপরিচিত এক গৃহবধূকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীর পাশাপাশি এক কলেজছাত্রও নিহত হয়েছেন।

গৃহবধূর হাত থেকে ছিটকে গুরুতর আহত হয়েছেন তার সন্তান। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাইবান্ধা জেলা শহরের আদর্শ কলেজের পশ্চিম পাশে মাঝিপাড় নামক এলাকার রেললাইনে আজ সোমবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রাজিয়া বেগম মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

নিহত কলেজছাত্রের নাম জোবায়ের রহমান জামিল। তার বাড়ি জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাটের কাপড় ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা এসকেএস স্কুল এ‍্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে রাজিয়া বেগম মাঝিপাড়া এলাকার রেললাইনে অপেক্ষা করছিলেন। এর একপর্যায়ে যখন ট্রেন আসা দেখেও রেললাইন থেকে সরছিলেন না ওই গৃহবধূ, তখন কলেজছাত্র জোবায়ের রহমান জামিল গৃহবধূকে লাইনের ওপর থেকে নামাতে হাত ধরে টানতে থাকেন। পরে উভয়ের জোরাজুরির একপর্যায়ে ট্রেন এলে দুজনের গায়েই  ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওই গৃহবধূর হাতে থাকা দুই বছর বয়সের শিশু সন্তানটি লাইনের বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh