শেরপুরে পণ্যের দাম বেশি নেওয়ায় আ.লীগ নেতাকে গণধোলাই

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০১:০২ পিএম

আওয়ামী লীগ নেতাকে গণধোলাই। ছবি: শেরপুর প্রতিনিধি

আওয়ামী লীগ নেতাকে গণধোলাই। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার নকলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি ন্যায্যমূল্যের পণ্য বিতরণে অতিরিক্ত মূল্য নেওয়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন।

গতকাল রবিবার (৩১ মার্চ) বিকেলে শেরপুরের আননাসা ফাউন্ডেশন কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করতে আসে শেরপুরের নকলা উপজেলার নকলা ইউপির ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে। এসময় ১৪০০ লোকের কাছ থেকে কার্ড প্রতি ২০ টাকা করে উত্তোলন করেন স্থানীয় ইউপি আওয়ামী লীগের সভাপতি রবি। তাছাড়া ডিলাররা মাল নিয়ে আসে ৬০০ লোকের। কিন্তু কার্ড বিলি করা হয় ১৪০০ লোকের কাছে। মাইকে প্রচার করে প্রতি প্যাকেজ ৬০০ টাকা করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু করলেও পরে ক্রেতারা জানতে পারে প্যাকেজ মূল্য ৫৫০ টাকা। স্থানীয়রাসহ ক্রেতারা ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টা থেকে অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতিতে গণধোলাই দেওয়া হয় রবিকে। পরে পুলিশ রবিকে থানা হেফাতজতে নিয়ে আসে।

আওয়ামী লীগ নেতা রবি পুলিশের হেফাজতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানায়, রবিউল ইসলাম রবিকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh