পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১০:১৪ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লোগো। ছবি- সংগৃহীত

সূচকের উত্থান দিয়ে সপ্তাহ শুরু করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি বেড়েছে লেনদেনও। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

আজ রবিবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে বর্তমানে ৫ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১১ কোটি ০৮ লাখ টাকা।

গত বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৩টি কোম্পানির, বিপরীতে ৭৪ কোম্পানির দর কমেছে। আর ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh