জাকার্তায় সামরিক অস্ত্রাগারের ডিপোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

আগুন নেভাতে দমকল বাহিনীর প্রচেষ্টা। ছবি: সংগৃহীত

আগুন নেভাতে দমকল বাহিনীর প্রচেষ্টা। ছবি: সংগৃহীত

রবিবার ভোরে ইন্দোনেশিয়ার রাজধানীর কাছে দেশটির সামরিক বাহিনীর সংরক্ষিত গোলাবারুদের এক ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক সামগ্রী সংগ্রহের জন্য সামরিক বাহিনী অভিযানে নেমেছে বলে এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকার্তার উপকণ্ঠে বোগোরে একটি সামরিক গোলাবারুদ ডিপোতে আগুন লাগে। পরে তা ভয়াবহ রূপ নেয়। এ সময় একের পর এক বিস্ফোরণে রাতের আকাশ আগুন এবং ধোঁয়ায় ছেয়ে যায়। 

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

জাকার্তার সামরিক কমান্ডার মোহাম্মদ হাসান জানান, রোববার ভোর ৩.৪৫ মিনিটে আগুন নেভানো হয়। তিনি বলেন, "আমরা অবস্থানের আশেপাশের এলাকাটি তদন্ত করছি এবং আমরা ডিপো থেকে ছুঁড়ে ফেলা জিনিসগুলো চিরুনি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে যাচ্ছি।"

এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়ে সেগুলি স্পর্শ না করতে নির্দেশ দেয় সেনা কর্তৃপক্ষ। জানা গেছে, আগুন নিভাতে দমকলকর্মীরা রোবোটিক গাড়ি ব্যবহার করেন।

সূত্র: আলআরাবিয়া নিউজ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh