সাভারে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৬:৪১ পিএম

ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত দুইজন। ছবি: সাভার প্রতিনিধি

ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত দুইজন। ছবি: সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। 

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুরের সদর থানার কুতইড় এলাকার বাসিন্দা ও আশুলিয়ার জামগড়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসার ভাড়াটিয়া মো. ফরিদুল ইসলাম (৪৪) এবং একই এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান (৪৫)।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়াসহ আশপাশের এলাকায় তা বিক্রি করত তারা। ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh