দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বেস্ট এলাকার ফালগুজে চাঁদাবাজ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এমরাজ হোসেন সুমন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। এমরাজ হোসেন ফেনীর দাগনভূইয়া পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। 

নিহতের জেঠাতো ভাই শেখ ফরিদ উদ্দিন আত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান এমরাজ হোসেন সুমন। প্রথমে অন্যের দোকানে চাকরি করতেন। পরে স্টেশনারি ও মুদি দোকানের ব্যবসা শুরু করেন। শুক্রবার সকালে একদল সন্ত্রাসী তার দোকানে চাঁদা চাইতে গেলে সুমন তা দিকে অস্বীকৃতি জানায়। এসময় তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এমরাজ হোসেন সুমনের আরাফ হোসেন নামে ৫ মাস বয়সী একটি সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী, মা, এক ভাই রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে।

দাগনভূইয়া থানার ওসি আবুল হাসিম জানান, ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর জেনেছি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh