হাই ভোল্টেজ ম্যাচে ৩-৩ গোলে ড্র করলো ব্রাজিল-স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৯:১২ এএম

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতের দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতের দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাজিল এবং স্পেনের মধ্যে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে এই ম্যাচ।

গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে স্বাগতিক স্পেন। প্রথম ১৫ মিনিটে ব্রাজিলকে কোনো আক্রমণেই যেতে দেয়নি স্প্যানিশরা।

 ম্যাচের ১২ মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করেন জোয়াও গোমেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মাঝ বরাবর স্পট কিকে দলকে এগিয়ে নেন রদ্রি।

 ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।  ইয়ামালের পাসে গোলটি করেন লাইপজিগের মিডফিল্ডার ওলমো।  

দুই গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে সেলেসাওরা প্রথম গোলটি পেয়েছে স্পেন গোলরক্ষকের ভুলে। অনেকখানি এগিয়ে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো।

৫০ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান এনদরিক। ৮৫ মিনিটে ডি-বক্সে দানি কারভাহালকে ফাউল করে আবারও পেনাল্টি হজম করে সেলেসাওরা। স্পটকিক থেকে লিড এনে দিতে ভুল করেননি রদ্রি।

ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল স্পেন, তবে কয়েক সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের উইঙ্গার গালেনোকে বক্সে ফাউল করেন বসেন কারভাহাল। স্পটকিক থেকে সমতা ফেরান পাকেতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh