নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম

ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়। ছবি: নাটোর প্রতিনিধি

ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের চারটি উপজেলার বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার (২৫ মার্চ) রাত ১১টা থেকে ১২টার পর্যন্ত জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে।

এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১৫ মিনিট ছিল বলে জানা গেছে। এসময় দমকা বাতাসও প্রবাহিত হয়। তবে শিলাবৃষ্টিতে তৎক্ষণাৎ ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh