এবার পাবিপ্রবি ছাত্রীর রহস্যময় আত্মহত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম

বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিনিধি

বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিনিধি

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার উত্তপ্ত পরিবেশের মধ্যেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রহস্যময় আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মাত্র এখানে এসেছি। রশি (ওড়না) কেটে মরদেহ নামানো হলো। এখনো বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমাদের পুলিশসহ আমি সেখানে গিয়েছি। আত্মহত্যার প্রকৃত ঘটনা এখনো জানতে পারেনি।  তবে তদন্ত চলছে। মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মেয়েটার স্বামীকে জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh