মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ছবি: সংগৃহীত

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় ও শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (২৫ মার্চ) ভোর ৪টায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মানিকগঞ্জে ২ জায়গায় আগুন লেগেছে। এরমধ্যে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় আগুন লাগে। এছাড়া রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দুইটার দিকে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভোর রাত সোয়া ৪টার দিকে কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh