ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। প্রতীকী ছবি

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। প্রতীকী ছবি

ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

আজ রবিবার (২৪ মার্চ) প্রথম দিন পাওয়া যাচ্ছে ৩ এপ্রিলের আগাম টিকিট। তবে অনেকেই অনলাইনে চেষ্টা করে টিকিট কাটতে পারেননি। বরাবরের মতো এবারও সংকট আছে এসি টিকিটের।

রেলস্টেশনের চাপ কমাতে ও কালোবাজারি ঠেকাতে দ্বিতীয়বারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে দেয়ায় কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপের সার্ভারের ওপর চাপ কমাতে এবারই প্রথম দুই ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রবিবার প্রথম ধাপে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের জন্য ও দ্বিতীয় ধাপে পূর্বাঞ্চলের জন্য দুপুর ২টা থেকে এ কার্যক্রম চলবে। এবারই প্রথম টিকিট ক্রয় বিক্রয় পদ্ধতিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থা চালু করেছে রেলওয়ে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে রেলওয়ে। ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঈদের ঈদের আগের সাত দিনের আগাম টিকিট দেয়া হবে। সোমবার দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট। আগাম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh