বাংলাদেশের পতাকাবাহী জাহাজ উদ্ধার অভিযানে সোমালি পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:৫৪ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম

এমভি আবদুল্লাহর ফাইল ছবি।

এমভি আবদুল্লাহর ফাইল ছবি।

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দেশটির জিফলে উপকূলে অবস্থান করছে। স্থলভাগের সঙ্গে ওই জাহাজে থাকা জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আর সমুদ্রের পাশে জাহাজটিকে নজরদারিতে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ‘অপারেশন আটলান্টা’। খবর বিবিসি সোমালির।

এক প্রতিবেদনে বলা হয়েছে, জলদস্যুরা যাতে সংগঠিত হতে না পারে এবং স্থলভাগ থেকে কোনো সাহায্য না পায় সে লক্ষ্যে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সোমালি পুলিশ। আর জাহাজের ওপাশে সমুদ্রে আন্তর্জাতিক বাহিনীর ঘেরাও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলেন, ‘এমভি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায়। জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh