স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম

আহবায়ক মো. মাসুম মুন্না ও সদস্য সচিব মো. নুরনবী মানিক। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

আহবায়ক মো. মাসুম মুন্না ও সদস্য সচিব মো. নুরনবী মানিক। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার পুর্নাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। গত বুধবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটির অনুমোদন করেন।

স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক ওসমান গণির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাবেক মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম মুন্নাকে আহবায়ক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাবেক মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. নুরনবী মানিককে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক মো. হানিফ, মো. হারুন, মো. মাহফুজুর রহমান, মো. মহিউদ্দিন, মো. খায়রুল, মো. খোকন, মো. রাসেল, মো. আদম, মো. ফয়সাল আমিন, মো. আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম রাকিব, মো. এরশাদ মিয়া, মোজাম্মেল হক, সদস্য মো. হানিফ, মো. নুরনবী, মো. ইস্রাফিল, মো. শামীম মেহেদী হাসান, মো. শফিকুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. হাসান, মো. সুমন, মো. ইমরান, মো. নাসির, নুরুল আমিন, মফিজুল ইসলাম, মো. হাসান মিয়া, কবির আহমেদ রিপন, মিজানুর রহমান, মো. স্বপন, মো. হোসেন আলী, তামিম হাসান, মো. ডালিম, মো. রিয়াজ হোসেন, মো. আলমগীর আলী, মো. আবুল হোসেন, মো. কামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান।

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। সেইসাথে সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে বিশাল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

দায়িত্ব পেয়ে সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নবগঠিত কমিটির আহবায়ক মো. মাসুম মুন্না ও সদস্য সচিব মো. নুরনবী মানিক ধন্যবাদ জানান দেশনায়ক তারেক রহমানসহ এস এম জিলানী ও রাজিব আহসানকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh