সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মাননা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

সাহিত্য সম্মাননা গ্রহণ করছেন কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। ছবি: জামালপুর প্রতিনিধি

সাহিত্য সম্মাননা গ্রহণ করছেন কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুর সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখক, শিল্পী ও সুধী সম্মেলন এবং সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মার্চ) বিকেলে শহরের হোটেল স্টার কাবাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মল্লিকা রাণী দাস।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবি মাহবুব বারী, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি সুরঞ্জিত বাড়ই, কবি সালেহীন শিপ্রাসহ ২৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কবি মাহবুব বারী, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি হৃদয় লুহানী, কবি শফিক সিদ্দিকী প্রমুখ।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি-লেখকরা অংশগ্রহণ করেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh