অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১১:৩০ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৪, ১১:৩২ পিএম

অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে আদেশ দিয়েছে হাইকোর্ট। ছবি- সংগৃহীত

অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে আদেশ দিয়েছে হাইকোর্ট। ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে। হাইকোর্ট বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে। 

বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ আদেশ দেন। রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে এ আদেশ দেওয়া হয়।

এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত তার কথা শোনেন, পরে এ আদেশ দেন। রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।

এর আগে বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। একইসঙ্গে শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh