শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২৩ নেতাকর্মী কারাগারে

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম

বিএনপির ২৩ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: শেরপুর প্রতিনিধি

বিএনপির ২৩ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবর্দী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার ২৩ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনসহ পৃথক ৪টি মামলায় আজ বুধবার (২০ মার্চ) দুপুরে বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ২টি মামলায় জামিন দেওয়া হলেও অন্য দুই মামলায় জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত। এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।

দলীয় সূত্রে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে, শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করেন পুলিশ।

পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ বুধবার শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৩ জন নেতাকর্মী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh