সুদের হার বাড়াল জাপানের কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:৩৬ পিএম

জাপান নেতিবাচক সুদহার নীতি থেকে বের হয়ে এসেছে। ছবি- সংগৃহীত

জাপান নেতিবাচক সুদহার নীতি থেকে বের হয়ে এসেছে। ছবি- সংগৃহীত

সুদের হার নেতিবাচক রাখার পদ্ধতি থেকে বের হয়ে এলো জাপান। ঋণাত্মক সুদহার নীতি থেকে বের হয়ে শূন্য থেকে সর্বোচ্চ শূন্য দশমিক ১ শতাংশ সুদহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান (বিওজে)’ নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। এমন পদক্ষেপ নেয়ার মাধ্যমে ২০০৭ সালের পর প্রথমবারের মতো দেশটিতে সুদহার বাড়ল।

ইউরোপের বেশ কিছু দেশেও এর আগে নেতিবাচক সুদহার ছিল। তবে তারা সেখান থেকে সরে আসার পর সর্বশেষ জাপানেই এটি কার্যকর ছিল। বিওজের এই নতুন সিদ্ধান্তের ফলে পৃথিবীর আর কোনো দেশে নেতিবাচক সুদহার থাকল না।

বিওজ’র গভর্নর কাজুও উয়েদা গত বছর এপ্রিলেই সুদহার বাড়ানোর আভাস দিয়েছিলেন। সম্প্রতি দেশটিতে ভোক্তামূল্য সূচক ও মজুরি বৃদ্ধির পরে এমন পদক্ষেপ নিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে প্রবৃদ্ধি অর্জনে হিমশিম খাওয়া অর্থনীতিকে প্রণোদনা দিতে নেতিবাচক সুদহার কার্যকর করে রেখেছিল জাপান। এর উদ্দেশ্য ছিল, ঋণ নেয়াকে উৎসাহিত করার মাধ্যমে স্থবির হয়ে পড়া অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো। সুদহার শূন্যের নিচে বা নেতিবাচক থাকলে ব্যাংকে অর্থ রাখার জন্য উল্টো আমানতকারীকেই সুদ দিতে হয়। অন্যদিকে খুবই কম সুদে ঋণ দেয়া যায়।

মঙ্গলবার ইল্ড কার্ভ কন্ট্রোল (ওয়াইসিসি) নামে অন্য একটি নীতি থেকেও সরে এসেছে ব্যাংক অব জাপান। যার মাধ্যমে সুদহার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সরকারি বন্ড কিনতে হতো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh