ইভার কণ্ঠে ‘জয় বাংলার ধ্বনি’

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

ইভা আরমান।

ইভা আরমান।

জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ইভা আরমান। ‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামের গানটি বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ প্রকাশ করবেন বলে জানান তিনি।

গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজনে এমএমপি রনি। এডিটিং কালার গ্রেডিং সোহাগ খান (এসকে) সার্বিক তত্ত্বাবধানে সোহেল আরমান।

গানটি প্রসঙ্গে ইভা বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এ গানটি করেছি। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন এ দেশ পেতাম না। একজন শিল্পী হিসেবে সাধারণ মানুষ ও শ্রোতাদের কাছে আমার কণ্ঠে জাতির পিতাকে আমি সব সময় নিয়ে আসতে চাই।’

প্রসঙ্গত এর আগেও ইভা আরমান বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন। ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’  এমন কথার তার গানটি বেশ প্রশংসিত হয়। এ ছাড়াও ইভার কণ্ঠে ‘বাংলাদেশ, হাজার নদীর মিলনমেলা, বাবা যুদ্ধে গেছে একাত্তরে ফিরে আর আসেনি, মাগো যুগে যুগে’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মন জয় করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh