লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিচালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০১:৩৪ পিএম

বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। 

গতকাল রবিবার (১৭ মার্চ) তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আরেক লন্ডনপ্রবাসী অভিনেতা স্বাধীন খসরু। জিএম ফুরুখের সঙ্গে তোলা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে মৃত্যুর বিষয়টি জানান অভিনেতা খসরু।

এ অভিনেতা সেখানে ক্যাপশনে লেখেন, প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই, তার থেকে অনেক বেশি পাই মৃত্যুর সংবাদ। প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ রোড অ্যাক্সিডেন্টে আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।

জিএম ফুরুখের মৃত্যুর কারণ হিসেবে স্বাধীন খসরু জানান- রাস্তায় অন্য একটা গাড়ি চাপা দেয়। তারপর অতিরিক্ত রক্তক্ষরণ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, প্রবাসী জিএম ফুরুখ লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh