পাবনায় মের্সাস রিয়াদ চিড়া ও মুড়ির মিলে আগুন

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম

মের্সাস রিয়াদ চিড়া ও মুড়ির মিলে অগ্নিকাণ্ড। ছবি: পাবনা প্রতিনিধি

মের্সাস রিয়াদ চিড়া ও মুড়ির মিলে অগ্নিকাণ্ড। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার জালালপুরে অবস্থিত মের্সাস রিয়াদ চিড়া ও মুড়ির মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ মার্চ) রাত ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কর্মীরা। 

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শারফুল আহসান ভুঞার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

অগ্নিকাণ্ডের বিষয়ে মের্সাস রিয়াদ চিড়া ও মুড়ির মিলের পরিচালক মো. মেহেদী হাসান বলেন, আমাদের কারখানায় প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে সেমাইয়ের স্টোরে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মূহুর্তের মধ্যেই সেমাই গোডাউনে ছড়িয়ে পরে। এসময় কিছু মানুষ চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তখন ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh