নারায়ণগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:৩৯ পিএম

নিহত মো. হৃদয় ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নিহত মো. হৃদয় ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। 

আজ শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. হৃদয় ভূঁইয়া। তিনি ওই এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবকের চাচাতো ভাই ফারুক ভূঁইয়া (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, হাসপাতালে আনার আগেই হৃদয় নামের ওই যুবকের মৃত্যু হয়। তার শরীরের সামনের অংশে বেশ কয়েকটি গুলির দাগ রয়েছে। আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh