ইতালিতে বাংলাদেশিদের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

আন্তর্জাতিক নারী দিবস পালিত। ছবি: ইতালি প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস পালিত। ছবি: ইতালি প্রতিনিধি

‘আমি মা আমি নারী আমার সন্তানের ভবিষ্যৎ আমিই গড়তে পারি’ এই প্রতিপাদ্যের মধ্যদিয়ে ইতালির মিলানে বাংলাদেশি নারীদের উদ্যোগে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস এবং বসন্ত উৎসব-২০২৪।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, কর্মজীবী নারীদের সম্মাননা পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ব নারী দিবসে মিলনোস্থ গান্ধী রেস্টুরেন্টে আয়োজনে আগত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সুচিত্রা বর্ধন, বন্দনা সাহা, উমা কর্মকর, দেবশ্রী দেব, স্বর্ণা দেসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কমুনে দি মিলানো সিংকুয়ের কনসিলিয়িরে বিবাস চন্দ্র কর মন্ত্রিল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই প্রমুখ।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি পরিচয়ের লক্ষ্যে এই আয়োজনের ধারা প্রতি বছর অব্যাহত রাখার কথা জানান আয়োজক নারী নেত্রীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh