মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম

কালকিনি থানায় গৃহবধূর লাশ। ছবি: মাদারীপুর প্রতিনিধি

কালকিনি থানায় গৃহবধূর লাশ। ছবি: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইউনুস সরদার পলাতক রয়েছে। নাসিমা কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বয়াতি বাড়ির কাদের বাতির মেয়ে।

নিহতের ভাই দিদার বয়াতী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই নিহত নাসিমার স্বামী ইউনুস সরদার তার উপর নির্যাতন করে আসছে। এরই প্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সঠিক বিচার চাই।

এ ঘটনার ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh