হঠাৎ উধাও ফেসবুক, কারণ জানালেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:০০ পিএম | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১০:৩৯ পিএম

ফেসবুক। ফাইল ছবি

ফেসবুক। ফাইল ছবি

অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এতে করে হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। আজ মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্য নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। 

ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ফেসবুকের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে ঢুকতে পারছেন না। তারা অভিযোগ করেছেন, হঠাৎ করে তাদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে এবং এরপর আর ঢুকতে পারছিলেন না। অপরদিকে ইনস্টাগ্রাম কোনো কাজই করছে না।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh