ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে পুলিশ। ছবি- সংগৃহীত

রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে পুলিশ। ছবি- সংগৃহীত

অগ্নি ঝুঁকির কার‌ণে ‌ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা ক‌রে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন। আজ সোমবার (৪ মার্চ) ভবনটি সিলগালা করা হয়।

জানা যায়, ১৪ তলা এ ভব‌নের দ্বিতীয়তলা পর্যন্ত মা‌র্কেট র‌য়ে‌ছে। তৃতীয় থে‌কে ১১ তলা পর্যন্ত ১৮‌টি রেস্টু‌রেন্ট র‌য়ে‌ছে। এমন কি ভবনটির নিচতলায় ব‌র্হিগমন প‌থের নকশা ভে‌ঙে আ‌রেকটি রেস্টু‌রেন্ট করে ভবন কর্তৃপক্ষ। ফলে অগ্নি ঝুঁকি থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh