এক মঞ্চে নাচলেন তিন খান

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৯:১৪ এএম

আম্বানি ছেলের বিয়েতে এক মঞ্চে বলিউডের তিন খান। ছবি: সংগৃহীত

আম্বানি ছেলের বিয়েতে এক মঞ্চে বলিউডের তিন খান। ছবি: সংগৃহীত

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখে বিয়ে করতে যাচ্ছেন। এদিকে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে মঞ্চে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। তাও আবার একসঙ্গে। শাহরুখ, সালমান ও আমির খানের নাচের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে বলিউডের এই তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিলো রজত শর্মার ‘আপ কি আদালত’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে। তবে তখনও তাদের মাঝে দুরত্ব লক্ষ করা গেছে। বিশেষ করে আমির ও শাহরুখের। তবে এবার তিন খান যেন তিন ভাই। 

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাচের মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন তিন খান। ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন। আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করেছেন তারা।

‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

উল্লেখ্য, অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছে। বিনোদন অঙ্গন থেকে সালমান এবং আমির খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে দেখা গেছে অনুষ্ঠানে। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মতো তারকারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh