করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। ছবি: সংগৃহীত

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯০ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪ জনে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৩৯টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫২ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের ৪৫ জন সুস্থ হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh