বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা, বহু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ এএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ এএম

বুরকিনা ফাসোর ম্যাপ। ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর ম্যাপ। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ফজরের নামাজের সময় একটি মসজিদে গুলি চালিয়ে চালিয়েছে বন্দুকধারীরা। এতে বহু মুসল্লি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের দিনেই দেশটির নাতিয়াবোয়ানি শহরের একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ভোরে নামাজের সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করলে বহু মুসিল্লির মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই পুরুষ।

এদিকে স্থানীয় মিডিয়াগুলো বলছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে এবং মেশিনগান নিয়ে মসজিদটিতে হামলা চালায়।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh