ফেসবুকে ‘পোক’ ব্যাক করলেই বিপদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম

ফেসবুক। ফাইল ছবি

ফেসবুক। ফাইল ছবি

ফেসবুকে আবারো ফিরে এলো ‘পোক’ (Poke) অপশন। এটা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। ২০১৮ সালের পর হুট করে এই ফিচার আবার ফিরে আসায় মূলত ‘খোঁচা’ দিয়ে মজা লুটছেন সবাই! তবে এই ফিচারের মধ্যে এমন একটি বিষয় লুকিয়ে আছে, যার ফলে ‘পোক’ ব্যাক করলে বিপদেও পড়তে পারেন!

ফেসবুকের অন্যতম প্রয়োজনীয় ফিচার পোকের (Poke) মানে নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা কাজ করে। অনেকে মনে করেন ‘পোক’ মানে খোঁচা বা বিরক্ত করা, যা সঠিক নয়। ফেসবুকে পোক মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা!

‘পোক’ কেন করবেন?

শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য ‘পোক’ ফিচারটির জন্ম হয়নি। এর বেশ কিছু সুবিধা রয়েছে। ধরুন, কোনো অপরিচিত ব্যক্তি যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পোক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পোক করেন, তাহলে সেই ব্যক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে।

ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি ‘Public’ দেওয়া থাকে, তাহলে এমনিতেই সবাই সবকিছু দেখতে পায়। কিন্তু যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি “Friends of Friend/Friends” দেওয়া আছে, পোক করার পর (Poke ব্যাক করলে) ওই ব্যক্তি সেগুলোও দেখতে পারবে।

তথ্যসূত্র : ফেসবুক

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh