করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

করোনা পরীক্ষা। ছবি- সংগৃহীত

করোনা পরীক্ষা। ছবি- সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় ছয়জনের মৃত্যু হলো। আর চলতি বছর মৃত্যু হলো মোট ১১ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৪২। 

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা। এই সময়ে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৪ জনই ঢাকার। দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ৪৮৮ জন মারা গেছেন।

বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১-তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১-কে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh