আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও এক্সপোর রেজিস্ট্রেশন শেষ ৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

‘তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো, ঢাকা-২০২৪ ’-এর রেজিস্ট্রেশন চলছে। আগামী ৪ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ৮ মার্চ কংগ্রেস ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ আশা করছে আগামী ৮ মার্চ সেমিনারে এক হাজার জন দেশি-বিদেশি ডেন্টিস্ট অংশগ্রহণ করবেন। এবারের আয়োজনে দেশের ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্টবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজন থাকবে। বেশকিছু সেমিনার, হ্যান্ডস অন ট্রেনিং এবং সায়েন্টিফিক সেমিনার আয়োজন থাকবে।

এতে বিডিএস ডিগ্রিধারী গ্রেজুয়েট, পোস্ট গ্রেজুয়েট এবং ইন্টার্নশীপ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। 

উল্লেখ্য, ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) একটি অলাভজনক সংস্থা, যার যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ডিয়াবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে হল দেশের সাধারণ ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেয়া। ডিয়াব সারা বছর বিভিন্ন সভা, সেমিনার, কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, কলেজ প্রোগ্রাম এবং দ্বি-মাসিক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে থাকে।

ডিয়াব এখন পর্যন্ত দুইটি আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনের আয়োজন করেছে ২০২০ ও ২০২২ সালে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh