বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ নবগঠিত হাবিপ্রবি শিক্ষক সমিতির

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম

নবগঠিত হাবিপ্রবি শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: সাম্প্রতিক দেশকাল

নবগঠিত হাবিপ্রবি শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: সাম্প্রতিক দেশকাল

দিনাজপুরের হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতি-২০২৪ এর নব-গঠিত কমিটি ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন এ কমিটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান এবং সাধারণ সম্পাদক কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান।

এছাড়া সহ-সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক  ড. ইমরান পারভেজ, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের মো. হাসান জামিল সদস্য মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন খান, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহানুর কবীর, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাইফুদ্দিন দুরুদ।

বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবায়েত আল ফেরদৌস নোমান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিভিন্ন মতাদর্শের শিক্ষকরা একসাথে বসে একটি শিক্ষক সমিতি গঠন করার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। আমি আশাকরি উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করাসহ বিশ্ববিদ্যালয়কে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেয়ার যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা বর্তমান কমিটির সহযোগিতায় আরও গতি পাবে। এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমি উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh