মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

মেহজাবিনের বোন মালাইকা চৌধুরী। ছবি- সংগৃহীত

মেহজাবিনের বোন মালাইকা চৌধুরী। ছবি- সংগৃহীত

একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেন মালাইকা চৌধুরী। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ছোট বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন- টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন।

কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh