মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৭ পিএম

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর উত্তরে আমরেয়া শহরের কাছে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির মহাসড়কে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়ে, দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৫ জনকে নিহত এবং ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

ট্রাফিক অফিসাররা বলেছেন, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটানাটি কেন ঘটল, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh