পুঠিয়ায় সরিষার বাম্পার ফলন

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম

রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় বিগত বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন, বর্তমানে বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো। তাই অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

পুঠিয়া উপজেলার বড় দুই হাট বানেশ্বর ও ঝলমলিয়া ঘুরে দেখা যায়, জাত ও প্রকারভেদে সরিষা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত।

এদিকে পুঠিয়া উপজেলার কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছর উপজেলায় ২ হাজার ৭৬৯ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়। যা গত বছরের তুলনায় এবছরে প্রায় সাড়ে ২ হাজার ৩ শত ৮৬ হেক্টর বেশি। ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২শত ৪৮ মেট্রিক টন। ফলে গতবারের তুলনায় অনেক বেশি পরিমাণে সরিষার উৎপাদন হয়েছে।

চাষি শরিফুল ইসলাম বলেন, আমি প্রতি বছর সরিষার চাষ করি। তবে এবার কৃষি কর্মকর্তা পরামর্শ মত ভালো বীজ ও কর্মকর্তা পরামর্শে অনেক ভালো সরিষা হয়েছে আমার। সাথে ভালো আবহাওয়া বিরাজ করায় বাম্পার ফলন হয়েছে।

সরিষা ব্যবসায়ী সিরাজ হোসেন বলেন, বর্তমানে লোকজন অনেক সচেতন। তারা সয়াবিন তেল পরিহার করছেন। আর সরিষার তেল ব্যবহারে আগ্রহী হচ্ছেন। ফলে বাজারে সরিষার চাহিদা বেড়েছে। চাষিরাও দাম ভালো পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, বর্তমানে সরিষার ভালো দাম পাওয়ায় সরিষা চাষের আগ্রহ বাড়ছে। এছাড়াও এবারের আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন আশা করা যায়। সরিষা একটি অল্প সময়ের ফসল সেই সাথে লাভজনক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh