দ্বিতীয় দিনে আ. লীগের ৫২২ ফরম বিক্রি, আয় আড়াই কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

আওয়ামী লীগের পতাকা। ফাইল ছবি

আওয়ামী লীগের পতাকা। ফাইল ছবি

দ্বিতীয় দিনের মতো সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা শেষ করেছে আওয়ামী লীগ। এদিন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫২২ জন। এসব ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, রাজশাহী বিভাগ থেকে ৪৪টি, বরিশাল বিভাগ থেকে ৩৬টি এবং সিলেট বিভাগ থেকে ২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে প্রথম দিন মোট ৮১০টি ফরম বিক্রি করেছিল ক্ষমতাসীন দলটি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে আওয়ামী লীগের ফরম বিক্রি ও জমা। নির্ধারিত ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ (নারী) এনআইডির ফটোকপি নিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।

বর্তমান সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগের হলো ৪৮টি। বাকি দুটি হলো বিরোধী দলের। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh