ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম

৩৬ রানে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

৩৬ রানে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয় পেতে ১৪৯ রান দরকার ছিল বাংলাদেশের। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান করতে সমর্থ হয় কিশোরীরা। ফলে ৩৬ রানে জিতে ট্রফি উঁচিয়ে ধরে লঙ্কানরা।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া খাতুন। এছাড়া আরবিন তানি ১৫, উন্নতি আক্তার ১৪, আফিয়া ইরা ১১ ও সুমাইয়া আক্তার ১০ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিয়া ও নিশি। 

বাকিদের কেউ ৮-এর বেশি করতে পারেননি। লঙ্কানদের হয়ে ৩ উইকেট নেন বিজেরত্নে। ২টি করে উইকেট পান রিসমি ও মদুশানি হেরাথ।

এর আগে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম থেকেই ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন লঙ্কান দুই ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কান নারীরা ৩০ রান সংগ্রহ করে।

প্রথম ১০ ওভার পেরিয়ে যাওয়ার পরও ওভারপ্রতি রানরেট ৫ থেকে ওপরে উঠাতে পারেনি শ্রীলঙ্কা। তবে ১২তম ওভার থেকেই হাত খুলে খেলতে থাকে শ্রীলঙ্কা। এরই মাঝে ফিফটি তুলে নেন সেনারত্না। তবে ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন বিজেরত্নে (৪৯)।

১৫ ওভার চলাকালীন শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০৪ রান। এরপর লঙ্কানদের ইনিংসে আরও ২ উইকেট পড়লেও সেনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৬ রানে। ৫৭ বলের ইনিংসে ৮ চার মারেন তিনি। এটাই শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh