জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

শেরপুরে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: শেরপুর প্রতিনিধি

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশে গড়ি’- এই প্রতিপাদ্যে সারাদেশের নেয় শেরপুরেও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ থেকে আংশিক পাঠ করা হয়। পরে গল্পের পাঠ প্রতিক্রিয়া লিখে জমা দেওয়া হয়। সেরা পাঠ প্রতিক্রিয়া লেখক নির্বাচিত করে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

এ উন্মুক্ত প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh