অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম

অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিত মানববন্ধন। ছবি: শেরপুর প্রতিনিধি

অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিত মানববন্ধন। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে দুই অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের শেখদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অটোরিকশা চালক ও গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত  মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন অটোচালক শফিকুল ইসলাম,  শাহ আলী, কামরুল ইসলাম সুদু, সেলিব্রেটি মিয়া, আহত অটোচালক আকরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অটোরিকশা চালক শাজাহান ও আকরাম হোসেনের সাথে পৌর শহরের বাসস্টানে বিল্লাল হোসেনের সাথে চাঁদা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অটোরিকশার চাবি কেড়ে নিয়ে তাদের ওপর হামলা করে।  

এতে গুরুতর আহত হয় ওই দুই অটোরিকশা চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী সদর হাসপাতালে নিয়ে গেলে আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা এখনো চিকিৎসাধীন রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh