সলিড কোকেন চালান: ৩ নাইজেরিয়ান নাগরিকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ এএম

আটককৃত তিনজন নাইজেরিয়ান নাগরিকসহ পাঁচজন। ছবি: সংগৃহীত

আটককৃত তিনজন নাইজেরিয়ান নাগরিকসহ পাঁচজন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন চালানের ঘটনায় তিনজন নাইজেরিয়ান নাগরিকসহ আরও পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

গতকাল রবিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এর আগে ওই চালানের মূলহোতাসহ একাধিক দেশি-বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই পাঁচজনকে আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, দেশীয় একটি চক্র এখানে জড়িত। যারা বিদেশি নাগরিকদের  যোগসাজশে কোকেন চোরাচালান ও ব্যবসা করতো বলে জানা গেছে। বিদেশিরা সাধারণত অন অ্যারাইভাল ভিসা নিয়ে এদেশে এসে ৫ থেকে ৭ দিন করে থাকতো।

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়াও মালাউ, নাইজেরিয়া, তানজানিয়া, ক্যামেরুন এই চার দেশের নাগরিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ দেশে ৯ বছর ধরে পোশাক কারখানার ব্যবসা করা নাইজেরিয়ান নাগরিক ডনফ্রাঙ্কিও এই চক্রের নেতৃত্ব দিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। 

তবে ৯ মাস আগে বাংলাদেশ ত্যাগ করেছে সে, কিন্তু তার অনুসারী দেশি-বিদেশি চক্র এই কোকেন পাচার ও ব্যবসার চোরাচালানের সঙ্গে যুক্ত আছে জানিয়ে ডিজি বলেন, এই সিন্ডিকেটে জড়িত প্রথম যে মালাউয়ের নাগরিককে ধরা হয়, তিনি মালাউ, ইথিওপিয়া, দুবাই হয়ে বাংলাদেশে এসেছিলেন। সম্ভবত চক্রটি এদেশকে ব্যবহার করে অন্যদেশেও এই কোকেন পাচার করতো। তবে বিস্তারিত আসামিরা রিমান্ডে এলে জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh