এআই দিয়ে ভিডিও বানানোর প্রোগ্রাম আনছে গুগল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

লুমিয়ের নামে একটি ভিডিও বানানোর প্রোগ্রাম তৈরির ঘোষণা দিয়েছে গুগল। ছবি- সংগৃহীত

লুমিয়ের নামে একটি ভিডিও বানানোর প্রোগ্রাম তৈরির ঘোষণা দিয়েছে গুগল। ছবি- সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরির জন্য লুমিয়ের নামে একটি প্রোগ্রাম বানানোর কাজ চলছে বলে ঘোষণা দিয়েছে গুগল। এ প্রোগ্রাম বা টুল ব্যবহার করে এআইয়ের সাহায্যে বাস্তবধর্মী, বৈচিত্র্যময় ও অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যাবে।

লুমিয়ের নামে এ টুল ব্যবহার করে লেখা থেকে ভিডিও (টেক্সট টু ভিডিও) এবং ছবি থেকে ভিডিও (ইমেজ টু ভিডিও) বানানো যাবে। অর্থাৎ লিখিত নির্দেশনা বা প্রম্পটের পাশাপাশি ছবি দিয়েও ভিডিও তৈরি করা যাবে।

লুমিয়ের নামের টুলটির সাহায্যে লিখিত নির্দেশ বা ছবি দিয়ে ভিডিও তৈরির পাশাপাশি ছবিকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করা যাবে। এমনকি ছবির কোনো একটি নির্দিষ্ট অংশ কিংবা কোনো পেইন্টিংকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করা যাবে যেমন ধোঁয়ার কুণ্ডলীসহ একটি ট্রেনের ইঞ্জিনের ছবির ধোঁয়ার কুণ্ডলীর অংশ নির্বাচন করে সেটিকে অ্যানিমেটেড করা যাবে। ফলে ছবির ইঞ্জিন স্থির থাকলেও ধোঁয়া উড়তে দেখা যাবে। আবার কোনো পেইন্টিংকে এই টুল ব্যবহার করে অ্যানিমেটেড করা যাবে।

গুগল রিসার্চ দল লুমিয়ের নিয়ে গবেষণার নাম দিয়েছে ‘লুমিয়ের: আ স্পেস টাইম ডিফিউশন মডেল ফর ভিডিও জেনারেশন’। এই টুলে স্পেস টাইম ডিফিউশন মডেল ব্যবহারের ফলে এটি একেবারে একটি নির্দিষ্ট সময়ের পুরো ভিডিও তৈরি করতে পারে।

লুমিয়ের ব্যবহার বা ডাউনলোড করার সুযোগ এখনো উন্মুক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে লুমিয়েরকে গুগল বার্ডের অন্তর্ভুক্ত করা হতে পারে। অবশ্য এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে নতুন এ টুল চালু হলে এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা থাকবে। লুমিয়ের নিয়ে গুগলের গবেষণাপত্রে বলা হয়েছে, এই টুল ব্যবহার করে যাতে ক্ষতিকর কিছু না করা হয় এবং অন্যদের নিরাপদ ও অবাধ ব্যবহার নিশ্চিত করা যায়; সে জন্য এ ধরনের কার্যক্রম শনাক্তের টুল তৈরিও গুরুত্বপূর্ণ।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh