রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১০:১৫ পিএম

প্রতিযোগীতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি।

প্রতিযোগীতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি।

সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারের ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

এসময় আগামী বছর বিভাগ পর্যায়ে সেরাদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করার কথা বলেন মন্ত্রী।

ঢাকা বিভাগের ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের ১১৭১ শিক্ষার্থী অংশ নেয়। তারা ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধসহ সম-সাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সমাজকল্যাণমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh