করোনা শনাক্তের হার ৯ শতাংশ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম

করোনা টেস্ট। ফাইল ছবি

করোনা টেস্ট। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৯০১।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh